Manitoba Driving License
This document is originally written by Rahatul Amin Ananto, M.Sc. in Computer Science Candidate (University of Manitoba).
Year of Publication: 2020
©PBSCU Any unauthorized use of this article, including copying or editing is prohibited. If you want to use the article, you need to take permission from us: pbscuadm@gmail.com or from the author and you must mention the author's name and the group's name in all cases.
উইনিপেগে আসবার পর থেকেই আমার একটা কৌতূহল ছিল ড্রাইভিং লাইসেন্স নেওয়ার ব্যাপারে। যাকেই জিজ্ঞাসা করি সেই বলে, ভাই আমি তো ৩ বার পরীক্ষা দিয়ে পাস করসি, অথবা ভাই আমি রোড টেস্ট দিতে গেসিলাম, আমার ড্রাইভিং দেখে ইন্সট্রাক্টর আমাকে গাড়ি থামাতে বলসে, তারপর সে নিজে ড্রাইভ করে নিয়ে আসছে এক্সাম সেন্টারে । এরকম আরো অসংখ্য ইন্টারেস্টিং গল্প শোনার এক্সপেরিয়েন্স হয়ে গেছে আমার। এসব গল্প শুনে তো রিতিমত ভড়কে যাওয়াই স্বাভাবিক, বাবা রে বাবা, কি না ভয়ঙ্কর কঠিন একটা ব্যাপার এই লাইসেন্স নেওয়া। আসলে ম্যানিটোবাতে লাইসেন্স নেওয়া এমন কোন কঠিন কাজ না, এই পোস্ট পড়েই তা বুঝতে পাড়বেন।
ম্যানিটোবা তে লাইসেন্স পাওয়া অন্যান্য প্রভিন্স থেকে অনেকটাই সহজ, কারণ এখানে ২ টি ধাপ পার করতে পারলেই আপনি লাইসেন্স পেয়ে যাবেন। ধাপগুলো হল -
১) Knowledge Test
২) Road Test
Knowledge Test এর জন্য আপনাকে MPI অথবা MPI - এর কোন এজেন্ট থেকে এপয়ন্টমেন্ট নিয়ে নিতে হবে, যেটার জন্য আপনাকে গুনতে হবে $10. এপয়ন্টমেন্ট নেওয়ার জন্য আপনার স্টাডি পার্মিট অথবা ওয়ার্ক পার্মিট এর অরিজিনাল কপি সঙ্গে নিতে হবে, সাথে আরো ২ টা ডকুমেন্ট নিতে হবে যেটায় আপনার নাম ও আপনার ঠিকানা উল্লেখ করা আছে (ইলেক্ট্রিসিটি/ পানির বিল, স্যালারি স্টেটমেন্ট, ইত্যাদি)। এই টেস্টে পাস করা খুবই সহজ কারণ সব প্রশ্নই আপনার কমন পড়বে যদি আপনি কিছু অনলাইন Mock Test দিয়ে ফেলেন। এছাড়া আপনার যদি অসম্ভব মনোবল থাকে, তাহলে MPI এর Knowledge Test এর বইটা পড়ে ফেলতে পারেন। টেস্টে প্রশ্ন আসে ৩০টা, পাস করতে হলে ঠিক হতে হবে ২৪টা।
বই এর লিঙ্কঃ https://www.mpi.mb.ca/Documents/CompleteHandbook.pdf
Mock Test লিঙ্কঃ https://apps.mpi.mb.ca/dr_quiz/StartDrivingQuiz.asp?L=e
আপনার যদি বাংলাদেশি লাইসেন্স থাকে তাহলে Knowledge Test পাস করার পড়েই সেটা সারেন্ডার করে দেওয়ার অপশন পাবেন MPI তে। দেশ এর লাইসেন্স সারেন্ডার করে দিলে আপনি সেই মুহুর্তেই Road Test এর জন্য এপয়ন্টমেন্ট নিতে পারবেন, আর যদি সারেন্ডার না করেন তাহলে ৯ মাস অপেক্ষা করতে হবে।
**Knowledge Test পাস!!!! এখন Road Test এর পালা।
Road Test দেওয়ার জন্য ও আপনাকে একইভাবে এপয়ন্টমেন্ট নিতে হবে, তবে এর জন্য আপনাকে গুনতে হবে $30. রোড টেস্ট এ আপনাকে মূল্যায়ন করা হবে ২ টা বেসিসে - Minor Mistakes এবং Major Mistakes. আপনি সর্বোচ্চ ১০টি Minor Mistake করতে পারবেন, আর Major Mistake একটাও করা যাবে না। Road Test এ পাস করার জন্য আপনাকে অবশ্যই গাড়ি চালানোতে পারদর্শী হতে হবে। এই ব্যাপারে Details এ আলাপ করতে হলে বিশাল উপন্যাস লেখা যাবে, এর থেকে ভাল কিছু ভিডিও দেখে ফেলা, আর গাড়ি নিয়ে বের হয়ে যাওয়া প্র্যাকটিস এর জন্য। প্রফেশনাল ইন্সট্রাক্টর থেকে যদি কিছুদিন ট্রেনিং নিতে পারেন তাহলেও অনেকটাই আইডিয়া পেয়ে যাবেন। তারা প্রতি ১ ঘন্টা সেশনের জন্য $40 নিবে। Minor Mistake যেন না হয় সেটা খেয়াল করলেই অনেকটাই সহজ হয়ে যায় পুরো ব্যাপারটা।
ভিডিও লিঙ্কঃ https://www.youtube.com/watch?v=WU4A2eRFkY0...
**Road Test পাস!!!! এখন নিতে হবে লাইসেন্স।
Road Test পাস করে ফেলার পরেই MPI তে আপনাকে $65 দিতে হবে লাইসেন্স এর জন্য (যদি বছরের মাঝে নেন তাহলে এই এমাউন্ট টা কম পড়বে, কারণ তারা yearly হিসাব করে)। এরপর তারা আপনাকে একটা টেম্পোরারি লাইসেন্স দিয়ে দিবে যেটা দিয়েই আপনি গাড়ি চালাতে পারবেন। ২-৩ সপ্তাহের মধ্যেই আপনার পার্মানেন্ট লাইসেন্স আপনার বাসার মেইলে চলে আসবে।
সব তথ্যের জন্য এই লিঙ্কঃ https://www.mpi.mb.ca/Pages/class-5-licence-testing.aspx
একটু প্র্যাকটিস করলেই একবারেই Road Test পাস করা সম্ভব।
গুড লাক!