R.A/T.A (NOC 4012): Pathway to Canadian PR

This document is originally written by Pritam Saha (Earth Sciences, St. Francis Xavier University).


Year of Publication: 2017


©PBSCU Any unauthorized use of this article, including copying or editing is prohibited. If you want to use the article, you need to take permission from us: pbscuadm@gmail.com or from the author and you must mention the author's name and the group's name in all cases.


আমরা যারা কানাডায় পড়তে আসি, তারা প্রায় সবাই স্টাডি পারমিট এপ্লিকেশনের সময় ভিসা অফিসারকে এই বলে কনভিন্স করি যে আমাদের কানাডায় স্থায়ী ভাবে থাকার কোন আগ্রহ নেই। কিন্তু এই কথাও অস্বীকার করার উপায় নেই যে কানাডায় আসার পরে একটা সময় আমাদের মধ‍্যেই একটা বিরাট অংশ পি.আর. হয়ে কানাডায় থেকে যেতে চাই। এদের মধ‍্যে আমার মত যারা দেশ থেকে আন্ডারগ্র্যাড করে করে দেশে কোন চাকুরি না করেই সরাসরি গ্র্যাডে পড়াশোনা করতে চলে আসি তাদের জন‍্য পি.আর পাওয়াটা হয়ে যায় বেশ সময় সাপেক্ষ। কারন কানাডা আগে পি.এই.ডি স্টুডেন্টদের সরাসরি পি.আর দিলেও এক্সপ্রেস এন্ট্রি চালু করার পর থেকে কানাডার ফেডারেল ইমিগ্রেশন প্রোগ্রামের আওতায় ইন্টারন‍্যাশনাল স্টুডেন্টদের সরাসরি পি.আর. হয়ে যাবার আর কোন সুযোগ নেই (যদিও অল্প কিছু প্রভিন্স ইন্টারন‍্যাশনাল স্টুডেন্টদের জন‍্য অনেক সময় প্রভিনশিয়াল নমিনেশন দিয়ে থাকে, তবে তা বেশ লিমিটেড)। আবার এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল খুলতে চাইলে তাহলে মিনিমাম এক বছরের জব এক্সপেরিয়েন্স থাকা বাধ‍্যতামূলক। এক্ষেত্রে সবচেয়ে সহজ উপায় হল পাশ করার পরে পোস্ট গ্র্যাড ওয়ার্ক পারমিটে এক বছর কাজ করার পর কানাডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাস স্ট্রীমে এক্সপ্রেস এন্ট্রিতে এপ্লাই করে দেয়া। তবে কেউ যদি এক বছর অপেক্ষা করতে না চায় তবে সেক্ষেত্রে একটা উপায় আছে এবং কোন একটা কারনে আমার জানা মতে এই ভাবে খুব বেশী মানুষ চেস্টা করেনি। সেটি হল মাস্টার্স কিংবা পি.এই.ডি স্টুডেন্ট থাকাকালীন অবস্থায় করা রিসার্চ/টিচিং এসিটেন্টশিপকে ওয়ার্ক এক্সপেরিয়েন্স হিসেবে দেখিয়ে পি.আর এপ্লিকেশন করা। আমি গত ২৫ জানুয়ারী ২০১৮ তারিখে মাস্টার্স স্টুডেন্ট হিসেবে পাওয়া ২ বছরের রিসার্চ এসিটেন্টশিপের অভিজ্ঞতা দেখিয়ে এক্সপ্রেস এন্ট্রিতে এপ্লাই করি এবং গত ১ মে ২০১৮ তারিখে কনফার্মেশন অফ পার্মানেন্ট রেসিডেন্সি লেটার পাই। আই.আর.সি.সি এর ওয়েব সাইটে ঘাটা ঘাটি করে আমার মনে হয়েছিল যে এই ওয়ে তে এপ্লাই করা সম্ভব কিন্তু যেহেতু কাউকেই এভাবে এপ্লাই করতে দেখি নাই তাই পুরো ব‍্যাপারটা নিয়ে বেশ কনফিউজড্ ছিলাম। কনফিউশন দূর করার জন‍্য বিভিন্ন ফোরাম এবং বিভিন্ন ফেসবুক গ্রুপে খুঁজাখুঁজি করি কিন্তু খুঁজে যা পেলাম তা শুধু আমার কনফিউশন বাড়ালোই। এই বিষয়টা নিয়ে পেলাম একেকজনের একেক ধরনের মতবাদ- কেউ বলছে ছাত্র অবস্থায় করা আর.এ/টি.এ দিয়ে পি.আর পাওয়া সম্ভব না, কেউ বলছে ওয়ার্ক এক্সপেরিয়েন্স পার্শিয়ালি কাউন্ট করবে, কেউ বলছে আর.এ/টি.এ এক্সপেরিয়েন্স কাউন্ট করবে যদি এটার সাথে অন‍্য ওয়ার্ক এক্সপেরিয়েন্সও থাকে। Luckily, এর মধ‍্যে ২-১ জন কে পেয়ে গেলাম যারা এই ভাবে এপ্লাই করছেন এবং পি.আর পেয়েছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ আমাকে পুরো প্রসেসটাতে সাহায‍্য করার জন‍্য


যেহেতু আমার পি.আর প্রসেসিং প্রায় শেষের পথে তাই ভাবলাম যে প্রশ্নগুলো আমার মনে এসেছিল এপ্লিকেশন করার আগে বা পরে সেগুলো একটু কম্পাইল করে ফেলি যেন অন‍্য কেউ এইভাবে এপ্লাই করতে চাইলে তার মনে যেন কোন কনফিউশন কাজ না করে।


প্রশ্ন ১: কানাডায় ছাত্র অবস্থায় করা টি.এ/আর.এ দেখিয়ে কি এক্সপ্রেস এন্ট্রিতে এপ্লাই করা সম্ভব?

উত্তর: অবশ‍্যই সম্ভব।


প্র ২: এক্ষেত্রে কোন NOC দেখাবো?

উ: NOC 4012 (http://noc.esdc.gc.ca/English/noc/Profile.aspx?val=2&val1=4012&ver=11&_ga=2.12182642.712596208.1525119362-1040109922.1467782353_


প্র ৩: এই এক্সপেরিয়েন্স দেখিয়ে কি কানাডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাস ক‍্যাটাগরীতে এপ্লাই করা যাবে?

উ: আর.এ/টি.এ হিসেবে কাজের অভিজ্ঞতা কানাডাতে হলেও যেহেতু এই কাজ স্টাডি পারমিটে থাকা অবস্থায় করা সেহেতু এটাকে কানাডিয়ান এক্সপেরিয়েন্স হিসেবে কাউন্ট করা হবে না, বরং এটাকে ফরেন এক্সপেরিয়েন্স হিসেবে কাউন্ট করা হবে। আর যেহেতু মিনিমাম এক বছরের আর.এ/টি.এ করা থাকলে সেটা এক বছরের ফরেন এক্সপেরিয়েন্স হিসেবে কাউন্ট হবে তাই সেটা দিয়ে ফরেন স্কিল্ড ওয়ার্কার ক‍্যাটাগরীতে এপ্লাই করা যাবে।


প্র ৪: এই এক্সপেরিয়েন্সের জন‍্য কত CRS পয়েন্ট পাবো?

উ: সবার কনফিউশনটা আসলে এটার কারনেই। স্টাডি পারমিটে করা আর.এ কিংবা টি.এ এর জন‍্য আপনি কোন CRS পয়েন্ট পাবেন না। কিন্তু পয়েন্ট না দিলেও এই এক্সপেরিয়েন্সটা “ফরেন এক্সপেরিয়েন্স” হিসেবে কাউন্ট করা হবে, যেটার কারনে আপনি ফরেন স্কিল্ড ওয়ার্কার প্রোগ্রামের জন‍্য এলিজিবল হবেন। কারন এক্সপ্রেস এন্ট্রির নিয়ম অনুযায়ী এলিজিবল হওয়ার জন‍্য আপনার মিনিমাম এক বছরের ওয়ার্ক এক্সপেরিয়েন্স অবশ‍্যই লাগবে।


প্র ৫: টি.এ/আর.এ এক্সপেরিয়েন্স প্রমান করব কিভাবে?

উ: প্রফেসর/সুপারভাইজরের কাছ থেকে একটা জব রেফারেন্স লেটার নিতে হবে যেখানে আপনার পজিশন (টি.এ/আর.এ কিংবা দুটোই), জবের সময়কাল, ওয়ার্ক আওয়ার, স‍্যালারি এবং জব ডিউটিজ্ (খেয়াল রাখতে হবে সেটা যেন NOC 4012 এর জব ডিউটির সাথে ম‍্যাচ করে) এর কথা উল্লেখ থাকবে। সাথে আরও দিতে পারেন, এপয়েন্টমেন্ট লেটার, কয়েকটা পে স্টাব, T4/T4A, এইচ.আর কিংবা পে-রোল থেকে আপনার স‍্যালারি উল্লেখ করা একটা চিঠি।


Job reference letter format: https://www.dropbox.com/s/czi7h1wttudun0c/Job_reference_letter.pdf?dl=0


প্র ৬: আমার কি প্রুফ অফ ফান্ড দেখাতে হবে?

উ: যেহেতু আপনি ফরেন স্কিল্ড ওয়ার্কার ক‍্যাটাগরীতে এপ্লাই করবেন তাই আপনাকে প্রুফ অফ ফান্ড দেখাতে হবে।

আপাতত এই কয়টা প্রশ্নই মাথায় আসছে। কারো যদি আরো কোন প্রশ্ন থাকে তবে কমেন্ট বক্সে করতে পারেন, যতটুকু পারি উত্তর দেয়ার চেস্টা করবো।


Thank you and Good Luck!