Passport Renewal from Canada

This document is originally written by Sanwar Hussain, Electrical and Computer Engineering Student (University of Windsor). 


Year of Publication: 2020


©PBSCU Any unauthorized use of this article, including copying or editing is prohibited. If you want to use the article, you need to take permission from us: pbscuadm@gmail.com or from the author and you must mention the author's name and the group's name in all cases.

 

কানাডায় বাংলাদেশী পাসপোর্ট রিনিউ’র এ-টু-জেড!


পাসপোর্ট কতদিন আগে রিনিউ করা যায় বা করতে হয়, এই বিষয়ে অনেকের কনফিউশন আছে। অনেকেই আপনাকে বলতে পারে ১ বছর, ২ বছর মেয়াদ থাকতে পাসপোর্ট রিনিউ করা যায় না। আসলে এই রকম কোন নিয়ম নাই। আপনার যখন প্রয়োজন আপনি পাসপোর্ট রিনিউ করতে পারবেন। আমি ও আমার ফ্রেন্ড গতকালকে ৫ সপ্তাহে পর পাসপোর্ট হাতে পাইছি, রিনিউ করার সময় আমাদের পাসপোর্টের মেয়াদ ২ বছরের বেশি সময় বাকি ছিল।


পাসপোর্ট রিনিউ করতে যা যা লাগবেঃ

১. বর্তমান পাসপোর্ট ও পুরাতন পাসপোর্ট(যদি থাকে)

২. দুই কপি পাসপোর্ট সাইজ ছবি


ফরমঃ প্রথমে এই লিংকে গিয়ে DIP 2ফরমটি ডাউনলোড করে নিবেন। (http://www.passport.gov.bd/.../MRP_Information_Alteration...) প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে ফরমটি পূরন করে দিবেন। ফরমের ডান পাশের কর্ণারে আপনার এড্রেস ও ফোন নাম্বার লিখে দিবেন যেন প্রয়োজনে হাই কমিশন আপনার সাথে যোগাযোগ করতে পারে। আর হ্যা, সিগনেচার ও তারিখ দিতে ভুলে যাবেন না কিন্তু আপনাদের সুবিধার্তে আমি আমার ফরমের ছবি আপলোড করে দিচ্ছি।


পেমেন্টঃ পাসপোর্ট রিনিউ এর জন্যে দু ধরনের সার্ভিস রয়েছে,

রেগুলার সার্ভিসের জন্যে ১৫০ ডলার এবং এক্সপ্রেস সার্ভিসের জন্যে ৩০০ ডলার। তবে আমার মতে রেগুলার সার্ভিস নেয়াটাই উত্তম, এক্সপ্রেসে পাসপোর্ট রিনিউ হতে রেগুলারের মতই প্রায় সমান সময় লাগে।


কানাডার যেকোন ব্যাংকের মাধ্যমে ব্যাংক ড্রাফ্‌ট করে ফিস পাঠাতে পারবেন অথব কানাডা পোস্ট হতে মানি অর্ডারও করতে পারবেন। ব্যাংক ড্রাফট/ মানি অর্ডার যাই ব্যবহার করেন তারা একটা রিসিট দিবে, এই তথ্যগুলো আপনাকে ফর্মে লিখতে হবে। (রিসিটের তথ্য কিভাবে লিখবেন তা আমার এটাচকৃত ফরমে দেখতে পাবেন)

ব্যাংক ড্রাফট/মানি অর্ডার করবেন বাংলাদেশ হাই কমিশনের নামে, যদি এড্রেস ও ফোন নাম্বার প্রয়োজন হয় যাওয়ার আগে নোট করে নিবেন।

Bangladesh High Commission

350 Sparks Street, Suite # 1100, Ottawa, ON K1R 7S8, Canada

Telephones: +1 613 236 0138

বর্তমানে হাইকমিশনের এড্রেস উপরেটাই, তারপরেও ওয়েবসাইট থেকে আবার ও কনফার্ম হয়ে নিবেন যদি কখনো চেঞ্জ হয়! (https://www.bdhcottawa.ca/machine-readable-passports-mrp)


ইনভেলপঃ

তৃতীয় ধাপে কানাডা পোস্ট থেকে একটা এক্সপ্রেস ইনভেলপ (বড়) ও একটা প্রিপ্রেইড এক্সপ্রেস রিটার্ন ইনভেলপ (ছোট) নিবেন। বড় ইনভেলপের এড্রেসের টু এর পার্টে বাংলাদেশ হাইকমিশন নাম, ঠিকানা ও ফোন নাম্বার দিবেন এবং ফ্রম এর অংশে আপনার নাম,এড্রেস ও ফোন নাম্বার দিবেন।

কিন্তু ছোট খামে উলটা করে লিখবেন, ফ্রম এর অংশে হাই কমিশনের ইনফরমেশন এবং টু’এর পার্টে আপনার ইনফর্মেশন। কারন এই ইনভেলপ দিয়ে হাই কমিশন আপনার পাসপোর্ট ফেরত পাঠাবে।


সর্বশেষে এক্সপ্রেস ইনভেলাপ দিয়ে নিম্নের ৭টি ডকুমেন্ট হাইকমিশন বরাবর পাঠাবেন।

১. আপনার বর্তমান পাসপোর্ট

২. পুরাতন পাসপোর্ট (যদি থাকে)

৩. দুই কপি পাসপোর্ট সাইজের ছবি

৪. পাসপোর্টের ইনফরমেশন পেজের ফটোকপি

৫. DIP FORM 2

৬. ব্যাংক ড্রাফট/মানি অর্ডারের রিসিট

৭. প্রিপেইড এক্সপ্রেস রিটার্ন এনভেলাপ

উপরের উল্লেখিত ডকুমেন্টস গুলো পাঠানো হয়ে গেলে আপনার কাজ শেষ। পর্ববর্তী ৫-৬ সপ্তাহের মধ্যে আপনার এড্রেসে নতুন পাসপোর্টটি পেয়ে যাবেন ইনশা আল্লাহ। পাসপোর্ট সম্পর্কিত যেকোন তথ্য বাংলাদেশ হাই কমিশনের ওয়েবসাইটে পাবেনঃ (https://www.bdhcottawa.ca/machine-readable-passports-mrp)