Academic IELTS Tips

This document is originally written by Pritam Saha, M.Sc. in Earth Sciences (St. Francis Xavier University).


Year of Publication: 2017


©PBSCU Any unauthorized use of this article, including copying or editing is prohibited. If you want to use the article, you need to take permission from us: pbscuadm@gmail.com or from the author and you must mention the author's name and the group's name in all cases.


“ডিসক্লেইমার: পুরোনোটটা IELTS (Academic) এর প্রস্তুতি নিয়ে শুধুমাত্র কিছুটা আইডিয়া দেবার জন‍্য নিজ্স্ব অভিজ্ঞতার আলোকে লেখা। এটাকেপূর্ণাঙ্গ গাইডলাইন হিসেবে ফলো না করার জন‍্য অনুরোধ করবো।”


IELTS নিয়ে অনেকের মাঝেই অনেক ভীতি কাজ করে যা আমার মাঝেও করত। কিন্তু প্রিপারেশন নেওয়া শুরু করার পর থেকে ভয়টা কেটে যায়। আমি শুরুতেই এই ভয়টা কাটানোর জন‍্য IELTS নিয়ে প্রচলিত কিছু ভুল ধারনা নিয়ে আলোচনা করব। প্রথমেই সবাই যেটা ধারনা করে যে IELTS-এ ভালো ব‍্যান্ডস্কোরের জন‍্য ইংরেজীতে মোটামুটি জাহাজ হতে হয়। ভুল! IELTS অবশ‍্যই ইংরেজীর ভাষাজ্ঞানের দক্ষতার পরীক্ষা কিন্তু আমার কাছে মনে হয় একই সাথে IELTS পরীক্ষা পদ্ধতির টেকনিকটা আয়ত্ত্ব করাটাও জরুরী। আপনি যদি একবার ধরতে পারেন টেকনিকটা কি, প্রশ্নের ধরনগুলো কি রকম, প্রশ্নগুলোতে কি রকম প‍্যাটার্ন ফলো করা হয়, প‍্যাঁচগুলো সাধারনত কোথায় কোথায় দেয়া হয় তাহলেই আপনি ২৫% প্রস্তুত। আর একবার যদি প‍্যাঁচটা বুঝতে পারেন তাহলে প‍্যাঁচ খোলার জন‍্য কি রকম চাবি লাগবে সেটাও আপনাকেই বের করতে হবে। চাবিটা আপনাকেই বের করতে হবে কারন এই পরীক্ষার প‍্যাঁচগুলো এরকম হয়ে থাকে যে সেটা বিভিন্ন এপ্রোচ ফলো করো সলভ্ করা সম্ভব কিন্তু কোন এপ্রোচটা আপনার জন‍্য কাজ করবে সেটা শুধুমাত্র আপনিই বলতে পারবেন। কিভাবে পারবেন? ট্রায়াল এন্ড ইরর মেথডে। Practice করবেন বিভিন্ন এপ্রোচ ফলো করে, একটা সময় বুঝে যাবেন কোন এপ্রোচটা আপনার জন‍্য মানানসই। মনে রাখবেন মি. এক্স যে এপ্রোচ ফলো করে ৭.৫ পেয়েছে, ৭.৫ পাবার আশায় সেই একই এপ্রোচ ফলো করে আপনি ৬ পেয়ে বসতে পারেন অথচ আপনি নিজের জন‍্য সুইট‍্যাবল একটা এপ্রোচ ফলো করলে হয়তো ৮ ও পেয়ে যেতে পারতেন। আপনি যখন নিজের জন‍্য এপ্রোচটা ধরতে পারবেন তখন আপনি ৫০% প্রস্তুত হয়ে গেলেন। বাকী ৫০% ইংরেজীর উপর আপনার দক্ষতা, practice আর পরীক্ষার দিনের ভাগ‍্যের উপর নির্ভরশীল। তবে ইংরেজীর দক্ষতা মানে কিন্তু এই না যে আপনাকে খুবই ভালো গ্রামার জানতে হবে। বেসিক গ্রামার তো অব‍শ‍্যই জানতে হবে তবে IELTS এ একটা ভালো স্কোরের জন‍্য আপনাকে অবশ‍্যই “পি.সি দাস” হতে হবেনা। কারন IELTS গ্রামারের দক্ষতার চেয়ে কমিউনিকেটিভ ইংলিশে আপনার দক্ষতাটাই বেশী যাচাই করে (আমাদের স্কুল-কলেজের কমিউনিকেটিভ ইংরেজীর কারিকুলামটাও কিন্তু তাই)। সত‍্যি কথা বলতে আমাদের দেশে আমরা বেশীরভাগ মানুষই কাজ চালানোর মত ইংরেজী জানি। কিন্তু বিশ্বাস করুন, এর উপরে একটু ঘষামাজা করলেই সেটা এনাফ। আমাদের বেশীরভাগেরই প্রয়োজন ছাড়া ইংরেজী পড়া, শোনা, লিখা কিংবা বলার অভ‍্যাস নেই। আমি নিজে যতটা সম্ভব ইংরেজীকে এভয়েড করতাম। প্রচুর বাংলা বই কিংবা নিউজপেপার পড়লেও কোনদিন একটা ইংরেজী নোভেল ছুয়ে দেখার সাহস করিনি। হাতের সামনে একটা বাংলা আর তিনটা ইংরেজী নিউজপেপার থাকলে শুধু বাংলাটাই পড়তাম। তাহলে বুঝুন আমার ইংলিশ রিডিং হেবিট কেমন ছিল? অথচ IELTS এ খারাপ পাইনি (৯ পেয়েছিলাম রিডিং এ)। ইংলিশ মুভি দেখতাম কিন্তু কোনদিনও সাবটাইটেল বাদে দেখিনাই, সো লিসনিং- এও যে খুব ভালো ছিলাম সেটাও বলা যাচ্ছেনা তারপরও ৮.৫ পেয়েছিলাম। রাইটিং? পরীক্ষার হল ছাড়া কোনদিন দু’কলম ইংলিশ লিখেছি বলে মনে পড়েনা। আর স্পিকিং এর কথা তো বলাই বাহুল‍্য, কারো সাথে ইংলিশে কথা বলতে হবে ভাবলেই জ্বর চলে আসতো। তবু এ দু’টোতে ৭ করে পেয়েছিলাম। তাই আমি বলবো, নিজের ইংরেজী দক্ষতা নিয়ে মনের মাঝে সংশয় থাকলেও ভয় পাবার কিছু নেই। একটু practice করে কাজ চালানোর মত ব‍্যান্ডস্কোর তোলা খুবই সম্ভব। আর এর জন‍্য সময়ও যে খুব বেশী লাগবে তাও না। বরং আমার যেটা মনে হয় আপনি বছরের পর বছর ধরে এই প্রিপারেশন নিলে লাভ নেই। এটা অনেকটা “ধর তক্তা, মার পেরেক” স্টাইলে দিয়ে দিতে হবে। আপনি প্রিপারেশন নেয়া শুরু করবেন, একটা সময় বুঝতে পারবেন যে practice test গুলোতো ভালো করছেন… সাথে সাথে রেজিস্ট্রেশন করে ফেলবেন। আমার ওভারঅল ব‍্যান্ডস্কোর ছিল ৮ আর প্রিপারেশন ছিল একমাসেরও কম। যদিও এটা পারসন টু পারসন ভেরী করবে। কারও একটু বেশী লাগবে কারওবা কম। কিন্তু আমার মতে বেস্ট হল কনফিডেন্ট আসার সাথে সাথে IELTS দিয়ে ঝামেলাটা চুকিয়ে ফেলা। এবার আসি প্রিপারেশনে: সবার আগে দরকার IELTS এর পরীক্ষা পদ্ধতি, প্রশ্নের ধরন আর টেকনিক নিয়ে একটা পরিপূর্ণ ধারনা। আমি অনলাইনে বাংলায় তৈরী করা কিছু টিউটোরিয়াল ভিডিও দেখেছিলাম সবার আগে। এই ধারনাটা পরিস্কার থাকলে পরীক্ষার হলে আপনার সারপ্রাইজড্ হবার কোন সুযোগ থাকবে না। And the last thing we want during an exam is surprise. তাই শিক্ষক.কমের IELTS কোর্সে থাকা ভিডিও গুলো দেখে নিতে পারেন practice শুরু করার আগে। দেখা শেষ? এবার আপনি ২৫% প্রস্তুত। এবার নীলক্ষেত থেকে ক‍্যামব্রিজ IELTS সিরিজের বই গুলো কিনে নিয়ে আসেন অথবা ডাউনলোড করে নেন (যদিও আমি সাজেস্ট করবো বই থেকে practice করার জন‍্য কারন ফাইনালি IELTS হল পেপার বেজড্ এক্সাম)। যদি না ইংরেজিতে আপনি খুব বেশী দূর্বল হন তাহলে সিরিজের প্রথম চার-পাঁচটা বই বাদ দিতে পারেন কারন সেগুলো অনেক বেশী সহজ। তবে সহজ হলেও practice করার জন‍্য কিনতেই পারেন।



Download link: IELTS 1-9: You can google. There are many links.


IELTS 10 and others: You can google. There are many links.


PBSCU is NOT associated with the download links.


ভিডিওগুলো দেখার পর এখন আপনি অলরেডি IELTS এর প্রশ্নের বেশীর ভাগ প‍্যাঁচ সম্পর্কে জেনে গেছেন। Practice করতে করতে বাকী প‍্যাঁচের জায়গা গুলোও নিজেই ধরে ফেলতে পারবেন। এখন কাজ হলো ট্রায়াল এন্ড ইরর মেথোড ফলো করে practice করা। আমি বেসিকালি বেশী practice করেছিলাম রিডিং আর লিসনিং। কারন এ’দুটো জায়গাতে এফোর্ট দিলে অনেক বেশী পাওয়া সম্ভব আর নিজে practice টেস্টে কেমন করছি সেটা শুধু এ’দুটোতেই পরিস্কার ভাবে বোঝা সম্ভব। আমিও আপাতত এ’দুটো নিয়েই আলোচনা করবো। ভিডিও গুলোতে আপনি অলরেডি জেনে গেছেন এই প‍্যাঁচগুলো সলভ্ করার বিভিন্ন এপ্রোচ সম্পর্কে এবার আপনার কাজ হল সবরকম এপ্রোচে ট্রাই করে দেখা যে কোনটাতে আপনি বেশী কমফোর্টেবল। উদাহরন হিসেবে বলা যায়- রিডিং এর জন‍্য একটা বেশ পপুলার এপ্রোচ হল স্কিমিং, অর্থাৎ প্রথমে প‍্যাসেজে জাস্ট চোখ বুলিয়ে যাওয়া পরে প্রশ্ন অনুয়ায়ী যে জায়গা থেকে প্রশ্ন এসেছে সে জায়গাটা ভালো ভাবে পড়ে উত্তর খুঁজে বের করা। এই টেকনিকটা একাডেমিক রিডিং-এ বেশ জনপ্রিয় কারন একাডেমিকে সময়ের তুলনায় প‍্যাসেজ গুলো বেশ বড় আকারের হয়ে থাকে। আর স্কিমিং করলে কিছু সময় বাঁচানো সম্ভব। আমিও স্কিমিং শুরুতে ট্রাই করেছিলাম কিন্তু সুবিধা করতে পারছিলাম না। পরে পুরো প‍্যাসেজ পড়ে তারপর প্রশ্ন সলভ করা শুরু করলাম। আর আবিস্কার করলাম যে আমার পক্ষে পুরো প‍্যাসেজ পড়ার পরও টাইমলি শেষ করা সম্ভব এবং আমি সেটাতেই বেশী কমফোর্টেবল ছিলাম। এটা ছিল আমার জন‍্য মানানসই এপ্রোচ অথচ আমি যদি স্কিমিং নিয়েই পড়ে থাকতাম তাহলে হয়তো আমার জন‍্য ভালো করাটা কঠিন হয়ে যেত। রিডিং ক‍্যাপাবিলিটি বাড়ানোর জন‍্য আপনি বিবিসি (http://www.bbc.com/) ফলো করতে পারেন। বিশেষ করে সাইন্স(http://www.bbc.co.uk/science) এবং আর্থ (http://www.bbc.com/earth/uk) সেকশন দু’টো। এই সেকশনগুলোতে বেশ ইন্টারেস্টিং আর্টিকেল থাকে তাই পড়তে বোরিং লাগবেনা আর বেশীর ভাগ সময়েই IELTS এর রিডিং এর অন্তত একটা সেকশন আসে সাইন্স বা ন‍্যাচার রিলেটেড। লিসেনিং এর জন‍্যও ক‍্যামব্রিজ IELTS ফলো করাই এনাফ। সাথে ব্রিটিশ একসেন্টের সাথে ফ‍্যামিলিয়ার হওয়ার জন‍্য বিবিসি রেডিও শুনতে পারেন (http://www.bbc.co.uk/radio)। বিবিসি নিউজ আর বিবিসি রেডিও- দু’টোর অ‍্যাপ নামিয়ে নিতে পারেন যদি প্রয়োজন মনে করেন। রাইটিং আর স্পিকিং এর জন‍্য প্রচুর স‍্যাম্পল দেখবেন। ক‍্যামব্রিজের সাথে সাথে বিভিন্ন ওয়েবসাইটে থাকা স‍্যাম্পলগুলোও দেখবেন (http://ielts-simon.com/, http://www.ielts-exam.net/)। বাসায় রাইটিং এর কয়েকটা টেস্ট দিয়ে practice করবেন যেন পরীক্ষার দিন সময়ে কুলোতে পারেন। যদি সম্ভব হয় কাউকে দিয়ে রাইটিং -এর প‍্যাসেজ গুলো কারেক্ট করিয়ে নিবেন, কারন নিজের লেখার ভুল নিজের চোখে সাধারনত ধরা পরেনা। রাইটিং এ প্রথম সেকশন ২০ মিনিটে আর দ্বিতীয় সেকশন চল্লিশ মিনিটে শেষ করার ট্রাই করবেন। যদি সম্ভব হয় তবে কারো সাথে সামনা সামনি বসে তার হাতে একটা স‍্যাম্পল প্রশ্ন ধরায় দিতে তার কাছে কিছু স্পিকিং টেস্ট দিবেন আর তা সম্ভব না হলে নিজেই প্রশ্ন গুলো দেখবেন আর নিজের কাছেই উত্তর দেবার চেস্টা করবেন। ব্রেইনস্ট্রমিং-এর অভ‍্যাসটা স্পিকিং এর জন‍্য জরুরী বিশেষ করে কিউ কার্ডের জন‍্য।


এইতো! Practice করতে থাকুন, ভালো ব‍্যান্ডস্কোর আসতে বাধ‍্য। Good luck!


Here are some links for useful “IELTS” Tips and Tricks:


1. http://idpielts.me/prepare-ielts/prepare-ielts-test


2. https://www.facebook.com/groups/BSAAC/permalink/1591747297530501


3. https://www.facebook.com/groups/BSAAC/permalink/1583223865049511


4. https://www.facebook.com/groups/BSAAC/permalink/1500265076678724


5. https://www.facebook.com/groups/BSAAC/permalink/1380311278674105


6. https://www.facebook.com/groups/BSAAC/permalink/1586469864724911