Graduate Studies - Textile Engineering
This document is originally written by Md Nazmul Hasan, PhD Student in EEE (University of British Columbia).
Year of Publication: 2020
©PBSCU Any unauthorized use of this article, including copying or editing is prohibited. If you want to use the article, you need to take permission from us: pbscuadm@gmail.com or from the author and you must mention the author's name and the group's name in all cases.
যারা কানাডায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স করতে চান (রিসার্চ বেইজড) তারা নিচের অপশনগুলিতে প্রচেষ্টা চালাতে পারেন:
1. University of Alberta-র MSc in Textiles & Clothing এই প্রোগ্রামে এপ্লিকেশন করতে পারেন। নর্থ আমেরিকা (আমেরিকা ও কানাডায়) হাতে গোনা কয়েকটি ইউনিভার্সিটিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর রিসার্চ হয়। একারণে পিউর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর সাথে সাথে ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট যেমন ম্যাটেরিয়াল সায়েন্স, ফাইবার কেমিস্ট্রি সহ অন্যান্য সাব্জেক্টেও এডমিশনের প্রচেষ্টা চালানো উচিত।
যারা University of Alberta-র MSc in Textiles & Clothing এর এপ্লিকেশন করতে চান তারা প্রোগ্রাম ওয়েবসাইট ভিজিট করুন
2. তাছাড়াও University of British Columbia (UBC) Vancouver এর The Centre for Flexible Electronics and Textiles (CFET) এর ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ প্রোগ্রামে ফ্লেকক্সিবল ও ইলেক্ট্রিক্যালি কন্ডাক্টিভ টেক্সটাইল ডিজাইন নিয়ে গবেষণারত প্রফেসরদেরকেও নক করতে পারেন মাস্টার্স ফান্ডিং এর জন্য। সংশ্লিষ্ট রিসার্চ ফ্যাকাল্টি খুঁজে দেখুন
3. নেক্সট-জেনারেশন ফিউচারিস্টিক ডিফেন্স টেক্সটাইল রিসার্চ একটা বড় সেক্টর। ডিফেন্স রিলেটেড হওয়াতে রিসার্চ ফান্ডিং ও ইন্টারডিসিপ্লিনারি রিসার্চের সুযোগও বেশি। UBC Okanagan এর মেক্যানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রফেসর Kevin Golovin ডিফেন্স টেক্সটাইল নিয়ে গবেষণা করেন। অতএব তাকে নক দিতে পারেন।
ধন্যবাদ।