প্রফেসর রিপ্লাই দেয়না....
কিভাবে রিপ্লাই পাবেন?

©PBSCU: Originally written by Labib, M.Sc in Applied Science - Electrical Engineering (Saint Mary's University).


Year of Publication: 2017


©PBSCU Any unauthorized use of this article, including copying or editing is prohibited. If you want to use the article, you need to take permission from us: pbscuadm@gmail.com or from the author and you must mention the author's name and the group's name in all cases.


প্রফেসর রিপ্লাই দেয়না....কিভাবে রিপ্লাই পাবেন?


কানাডার প্রফেসর রা রিপ্লাই দেয় না এটা সবাই বলে। ভার্সিটির এক বড় ভাইয়ের ফেসবুকে দেয়া এরকম একটা স্টাটাস দেখে আমার ও মনে হল আমিও ওনাদের মেইল দেই। আমি ওয়েবমেট্রিক এর কানাডিয়ান র‍্যাংকিং দেখে টপ University of Toronto থেকে আমার রিসার্চ ফিল্ডের প্রফেসর খুজা শুরু করলাম। প্রফেসরের প্রোফাইল ঘাঁটলাম আর একটা এক্সেল ফাইল বানালাম। ফাইলে ওনার সম্পর্কে যা যা পেলাম সব নোট করে রাখলাম। এভাবে টপ থেকে বটম পর্যন্ত সব ভার্সিটির ওয়েবসাইট ঘাটলাম। আমার ফিল্ডের খুব বেশি প্রফেসর খুজে পেলাম না, ম্যাক্সিমাম ২/৩ জন একেকটা ভার্সিটি থেকে। একটা বিষয় খেয়াল করলাম ওনেক প্রফেসরের প্রোফাইলে লিখা আছে স্টুডেন্ট নিবে কিনা , অনেক জায়গায় কি কি ডকুমেন্ট দিয়ে মেইল করতে হবে সেটার ইন্সট্রাকশন দেয়া আছে। আমি গুগল স্কলারে দেখতাম ওনাদের রিসেন্ট কি কি পেপার আছে। দু একটা নামিয়ে কিছুটা পড়ে মেইল দিতাম। (যদিও এবস্ট্রাক্ট বাদে বাকি সব মাথার উপ্রে দিয়ে যেয়)। কবে কবে মেইল দিছি সেটা এক্সেল ফাইলে নোট করে রাখতাম। যদি ১ সপ্তাহের মধ্যে রিপ্লাই না পেতাম, এক সপ্তাহ পরে আবার মেইল দিতাম। রিপ্লাই না পেলে এক প্রফেসর কে ২/৩ বারের বেশি মেইল দেয়া ঠিকনা। এরকম করে লিস্টের সবাইকে মেইল দিলাম, ৭/৮ জন রিপ্লাই দিছিল, তার মধ্যে ২ জন বলছিল এপ্লাই করতে (সাকছেছ রেট খুব কম)। একজায়গায় ডেডলাইন শেষ হয়ে গেছিল, ওখানে এপ্লাই কর হয়নি। Saint Mary’s University তে এপ্লাই করছিলাম শুধু, এখানে ফান্ডিং সহ এডমিশন হইছিল।


এখানে আসার পর বুঝলাম, কেন প্রফেসর রা রিপ্লাই দেয়না। অনেক প্রোফেসর ই রিসার্চ করেনা, অনেক প্রফেসরের ই ফান্ডিং নাই, মেইলের রিপ্লাই দিবে কি করে। অনেক আরব এবং চাইনিজ দেশ থেকে ফান্ডিং নিয়ে আসে। সেকারনে অনেকে ওদেরকে দিয়েই রিসার্চ চালায়। প্রফেসরের টেকাটুকা নিয়ে টেনশন করা লাগেনা।

আমি রিসেন্টলি পিএইচডির জন্য কিছু প্রফেসর কে মেইল করছিলাম। ৮ জন কে মেইল করে ৫ জন এপ্লাই করতে বলছে, ২ জন বলছে স্টুডেন্ট নিবেনা, ২ জন রিপ্লাই দেয়নি (সাকছেছ রেট অস্থির)। কিভাবে করছিলাম? এইবার আমি যাদের কাছে ফান্ড আছে তাদের কেই শুধু মেইল করছিলাম। এখন কথা হল কিভাবে বুঝবেন ফান্ড আছে। কানাডা ম্যাক্সিমাম ফান্ড আসে গভমেন্ট থেকে (ইন্ডাস্ট্রি থেকেও কিছু আসে), আর এটার নাম হল Natural Sciences and Engineering Research Council of Canada (NSERC)।

এইটা হল সাইন্স এবং ইঞ্জিনিয়ারিং এর জন্য। যার এই ফান্ড পাইছে , তাদের কাছে বুঝবেন টেকাটুকা আছে, স্টুডেন্ট হায়ার করতে পারে। এই লিঙ্ক এ কে কে ফান্ড পাইছে তার লিস্ট দেয়া আছে;

NSERC Funding Decisions: http://www.nserc-crsng.gc.ca/NSERC-CRSNG/FundingDecisions-DecisionsFinancement/index_eng.asp

CIHR Funding Decisions: http://www.cihr-irsc.gc.ca/e/196.html

SSHRC Funding Decisions: http://www.sshrc-crsh.gc.ca/results-resultats/index-eng.aspx


এখান থেকে আপনার সাব্জেক্টের লিস্ট দেখে খুজে বের করেন কে কে ফান্ড পাইছে, তারপর গুগল করে ওনাদের প্রোফাইল খুজে বের করেন। ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত লিস্ট চেক কইরেন, ২০১৪ এর আগে দেখে লাভ নাই (তারপর ও দেখতে পারেন)। এখন সময় হল সুন্দর করে মেইল করার, মেইল করেন। সোম মঙ্গল বার সকালে (কানাডার টাইমে) মেইল করা ভাল। লক্ষ রাখবেন মেইলে যাতে টাইপো না হয়। অনেক প্রফেসর কি কি গ্রান্ট পাইছে সেটা তার প্রোফাইলে লেখা থাকে, এগুলো দেখেও বুঝবেন ওনার কাছে ফান্ড আছে কিনা।


আরও নতুন যেসব ফ্যাকাল্টি জয়েন করে তাদের কাছেও কিছু ফান্ড থাকে। তাদেরকে নক করে দেখতে পারেন।


এছাড়া প্রোভিনশিয়াল গভমেন্টের কিছু স্কলারশিপ আছে (ওন্টারিও, নোভা স্কোশিয়া), এখানের ভার্সিটিতে এপ্লাই করতে পারেন। ভার্সিটির গ্রাড কোরডিনেটর কে মেইল করে ডিটেইলস জানতে পারবেন।


ডিস্ক্লেইমারঃ তারপরও অনেকে রিপ্লাই পাবেন না। বলবেন এটা কাজ করে না! হতাশ হলে চলবেনা, জীবন চলতে থাকে। প্রফেসর NSERC বা CIHR ফান্ড পেয়েছে এর মানে এই নয় সে নতুন ছাত্র খুজতেছে। অনেক প্রফেসরের এই ফান্ডিং দিয়ে আগের স্টুডেন্টদের ফান্ড দেয়। কিন্তু এটা দিয়ে বুঝা যায় কার কাছে ফান্ড আছে। রিপ্লাই না পেলে হতাশ হবেন না।