Why Do You Want to Come to Canada?
This document is originally written by Mahmud Hasan, Writer & Poet (Western University).
Year of Publication: 2017
©PBSCU Any unauthorized use of this article, including copying or editing is prohibited. If you want to use the article, you need to take permission from us: pbscuadm@gmail.com or from the author and you must mention the author's name and the group's name in all cases.
Here are some articles to read about why you should choose Canada for pursuing higher studies:
1. Top reasons to study in Canada
www.educanada.ca/why-canada-pourquoi/reasons-raisons.aspx
You’ll learn with the best and brightest
We’ll welcome you with open arms
Our quality of life ranks highest in the world
Our quality of life ranks highest in the world
The cost to study and live here is affordable
We’ll offer you an experience like no other
2. EIGHT REASONS WHY UNIVERSITY STUDIES IN CANADA MAKE SENSE
World-class universities
Affordability
A wealth of options
Open to the world
Experiential learning
Support services
Cultural diversity
Opportunity to stay in Canada after graduation
যদি প্রশ্ন করা হয়, কেন আপনি ক্যানাডা বা বিদেশে পড়তে যাওয়ার জন্য আগ্রহী, আপনার উত্তর এক কথায় কী হবে?
আমার মনে হয়, বেশিরভাগেরই কোন উত্তর থাকবে না। অনেকেই বলবেন, 'সবাই যায় দেখি, এই জন্য আমিও যেতে চাই।'
কেউ কেউ বলবেন, 'বিদেশে স্থায়ীভাবে বসবাস করার জন্যে। অল্প কিছু মানুষ বলবেন, 'পিএইচডি করে দেশে ফিরে টিচিং করার জন্যে।'
এই উত্তরগুলোর ব্যাপারে আমার কথা কারও ভাল লাগবে না, কারণ "মানুষের সমস্যা হচ্ছে সত্যি কথা শুনতে মানুষের ভাল লাগে না। যে বলে তাকেও ভাল লাগে না। মিথ্যা কথা শুনতে ভাল লাগে। যে বলে তাকেও বড় আপন মনে হয়।" এই কথাটা আমার না, হুমায়ূন আহমেদের। তবে কথা সত্য। যাই হোক, আমার কথা ভাল না লাগলেও আমার উত্তরগুলো এরকম-
সবাই “ঘু” খেলেই আপনাকে যদি খেতে হয় তাহলে ঠিক আছে। তবে একজন করছে দেখে আমাকেও সেটা করতে হবে এই চিন্তাভাবনা ভাল না। এর থেকে বেরিয়ে আসুন। নিজের যেটা ভাল লাগে সেটা করুন।
বিদেশে স্থায়ীভাবে বসবাসের জন্য যেতে চাইলে আসলে হায়ার স্টাডিজ কে মাধ্যম হিসেবে বেছে নেয়াটাই বেস্ট বুদ্ধি না। আরও ভাল বুদ্ধি আছে। সেগুলো খুঁজুন এবং উপকৃত হোন।
দেশে টিচিং করার জন্য কোনখান থেকে পিএইচডি করেছেন সেটা বেশিরভাগ ক্ষেত্রেই বিষয় না। দেশে আমি প্রচুর অধ্যাপককে ব্যক্তিগতভাবে চিনি যাঁদের পিএইচডি জাহাঙ্গীরনগর থেকে বা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। দেশে ফিরে টিচিং করার জন্য বিদেশ থেকে পিএইচডির আসলে দরকার আছে কি না সেটা ঠান্ডা মাথায় ভাবুন। পিএইচডি একটা লং টার্ম কমিটমেন্ট বা দীর্ঘমেয়াদী বিষয়। পাঁচ-সাত বছর বিদেশে থেকে আপনার দেশে ফিরে যেতে ইচ্ছে নাও করতে পারে, আবার ইচ্ছে করলেও সুযোগ নাও থাকতে পারে। সেক্ষেত্রে কী করবেন সেটাও আগে থেকে ভাবুন। অনেকটা দাবার চালের মত। প্রতিটি অল্টারনেট চালের জন্য অন্তত অগ্রীম পাঁচ-ছয়টা পর্যন্ত চাল ভেবে রাখুন। এরপর চাল দিন।
মূল বিষয়টা হচ্ছে- কেন আপনি আসলে বিদেশে পড়তে আসতে চাচ্ছেন সেটা খুব ভাল মত ভেবে দেখুন। বিদেশে পড়তে আসা মাত্রই কেউ সফল হয় না, বিদেশে পড়া শেষ করে একটা কিছু করা পর্যন্ত আসলে মানুষ ব্যর্থই থাকে। কাজেই হুজুগে চলে আসলাম, আর এর পরে হতাশায় ডুবতে থাকলাম- এটা কোন কাজের কথা না।
কানাডায় পড়তে আসার পেছনে একটা বড় কারণ থাকে সবারই - পারমানেন্ট রেসিডেন্ট (PR) হওয়া। বড় কারণ পর্যন্ত ঠিক আছে, তবে এইটাকেই প্রধান কারণ ধরে জীবন-মরণ পণ করে কানাডায় আসতেই হবে - এমন ভাবনার মানে হয় না কোন। পৃথিবীতেই যেখানে আমরা সবাই টেম্পোরারি রেসিডেন্ট, সেখানে কানাডার পার্মানেন্ট রেসিডেন্সির জন্য এতটা ডেসপারেট হওয়ার কোন কারণ আছে বলে মনে হয় না।
পড়াশোনা করতে আসলে সেটাই করেন, এক সময় অন্যান্য সব কিছু এমনিতেই হয়ে যাবে ।