First Arrival in Canada
My Experience

This document is originally compiled by Shawon Gomes, Business Management (University of Manitoba).


Year of Publication: 2018


©PBSCU Any unauthorized use of this article, including copying or editing is prohibited. If you want to use the article, you need to take permission from us: pbscuadm@gmail.com or from the author and you must mention the author's name and the group's name in all cases.


Port of Entry:

Alhumdulilah গতকাল কানাডা পৌঁছালাম ,Port of entry নিয়ে আমি অনেক ভয়ে ছিলাম কারণ আমার মেডিকেল ছাড়া ভিসা হইসে +আমার ডেইলি মেডিসিন খাওয়া লাগে তাই ব্যাগে অনেক মেডিসিন ।


প্রথমে বাংলাদেশে ইমিগ্রেশনে অনেক কিছু জিজ্ঞেস করে 🐸 কোথায় যাবো,IELTS কতো,কোন ইউনিভার্সিটি 🐒 ইত্যাদি । এবার আসি কানাডার ইমিগ্রেশনে, এখানে ঈদের ট্রেনের টিকেট কেনার মতো বড় লাইন । আমি শুধু তাদের কাছে আমার query paper (যা কানাডা নেমে আমার রেগুলার ইনফো দিবেন),পাসপোর্ট আর VFS থেকে যে লেটার দিসে ভিসার সাথে ওইটা আর পাসোপোর্ট জমা দিয়ে আমার দুই কেজির বিশাল ফাইল বের করসি ইমিগ্রেশনে দেখাবো তাই ,ওমা একটু পরে ডেকেই দিয়ে দিলো স্টাডি পারমিট 😑 । শেষ হয়ে গেলো Port of entry ।


Personal Advice:

#১ China Southern Airlines পারলে এড়িয়ে চলবেন ,কারোও কাছে ভালো শুনি নাই আমার কাছেও খারাপ লাগছে । তারা হালালের সাথে হারাম মিক্স করে খাবার দেয় । প্লেনে কানের ভিতর কেমন জানি লাগে +transit অনেক লম্বা

#২ যেখানে যাবেন সেখানকার টাইম সেট করে নিয়েন,ঘুমাইলে নিজস্ব প্লেনের গেটে গিয়ে ঘুমাইয়েন ।

#৩ কানাডা তে বাঙ্গালীদের জন্য ভালোই ঠান্ডা বলা চলে তো তাই শীতের হালকা কাপড় সাথে রাখবেন সবসময় । যাদের মেডিকেল করা লাগে নাই টেনশন নিয়েন না একদম ।


৩ দিন হলো কানাডায় আসছি এবং অল্প অল্প করে অনেককিছু বুঝতেছি বা বুঝার চেষ্টা করতেছি । আমার পোস্টটা মূলত যারা নতুন কানাডা আসবে তাদের জন্য গাইডলাইন ।


Food: কানাডাতে এসে খপ করে চিকেন বার্গার 🍔ধরে খাওয়া শুরু কইরেন না ,এখানে মুরগি-গরু মানেই কিন্তু হালাল না ! এখানে পশু-পাখি গুলি/শক দিয়ে মারা হয় আর যেগুলা হালাল বলে বিক্রি করে সেগুলা গুলি/শক করার পরে জবেহ করা হয় 😕 পরে ওইটা হালাল হয়ে যায় ! কী আজব ফতোয়া ,যাই হোক খাবারের সময় গিলেটিন,হালাল,অ্যালকোহল এসব চেক করে নিবেন গুগল থেকে এগুলার কোড জেনে নিয়েন । আমার সাজেশন হলো মাছ,সবজি,ডিম এগুলা ইচ্ছামতো খাইয়েন ।


Money : এখানে আপনার বাবা-মা কীভাবে টাকা পাঠাবে তা নিয়ে যদি টেনশনে থাকেন তাহলে শুধু শুধু টেনশন করছেন । এখানে ব্যাংকে একাউন্ট খুলতে ২০ মিনিট লাগে তাও ফ্রি !!!!! আপনাকে শুধু আপনার পাসপোর্ট আর স্টাডি পারমিট নিয়ে যেতে হবে । আমাকে CIBC থেকে $60 ডলার দিয়েছে ফ্রি 😗 ,আপনি ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড পাবেন । ডেবিট কার্ড একটাই আর ক্রেডিট কার্ডে ৩ টা অপশন আছে একটা কার্ড যেটা দিয়ে কেনাকাটা করলে ১-২% ক্যাশব্যাক, দ্বিতীয় ট্রাভেল পয়েন্ট তৃতীয় ফ্রি কফি । ডেবিট কার্ড সাথে সাথে পাবেন আর ক্রেডিট কার্ড পেতে ২ সাপ্তাহ লাগবে।


Transport: যারা নতুন তারা সবসময় বাস স্ট্যান্ডের কাছে বাসা নেওয়া চেষ্টা করবেন ,শীতের সময় বাস স্ট্যান্ড ২০ মিনিটও দূরে থাকে তাহলে একদম কাহিল করে দিবে । এখানে $74 দিয়ে আনলিমিডেট বাস রাইড নিতে পারবেন ।


Communication: এখানে আপনি এসে নতুন ফোন কিনতে পারবেন ,প্রায় অনেকেই দেখলাম এখানে এসে নতুন ফোন কিনতে । আপনি চাইলে IPhone X,Samsung S9, Google pixel 2 কিনতে পারেন যার জন্য মাসে $75 এর মতো দিতে হতে পারে সীম খরচ সহ। যতো কমদামি ফোন নিবেন ততো এই খরচ টা কম পরবে । আর সীম সবাই বললো Bell নিতে এবং Rogers এড়িয়ে চলতে আমি এখনও সীম কিনি নাই কিছু বলতে চাচ্ছি না ,সীমের খরচ $35 । যদি ফোন না কিনেন তাহলে $35 ই দিতে হবে ।


Cold Weather: গতপোস্টের মতো এবারও বলবো গরম কাপড় নিতে আসতে সীমিত পরিমাণে , এখানের শীতে ঠান্ডা লাগলেও কেউ অসুস্থ হয় না । কানাডার একটা মজার বিষয় হলো এখানে বিস্কুট,চিপস ইত্যাদি crispy খাবার গুলা খোলা রেখে দিলেও পোতাইয়া/নেতিয়ে যায় না 😂


I live in Manitoba,things may differ in other states


আপাতত এই পর্যন্তই শুভ হোক আপনার যাত্রা