Get Help, Give Help

This document is originally written by Mahmud Hasan, M.Sc., Writer & Poet (Western University).


Year of Publication: 2017


©PBSCU Any unauthorized use of this article, including copying or editing is prohibited. If you want to use the article, you need to take permission from us: pbscuadm@gmail.com or from the author and you must mention the author's name and the group's name in all cases.


আমি সচরাচর আমার কোন কাজের জন্য কারও কাছে সাহায্য চাই না, কখনও চাইনি। অনেক মানুষ আছে, চাকরির জন্যে একে-ওকে বলে, আমি কোনদিন বলিনি। অনেকে আছে, পড়া বুঝতে চাওয়ার জন্যে বড় ভাই বোনদের কাছে যায়, আমি সেটাও যাইনি। আমার যতটুকু পড়াশোনা ও ক্যারিয়ার হয়েছে সেটা সম্পূর্ণ নিজের বোঝার ও কাজ করার ক্ষমতার উপর দিয়ে হয়েছে।


তবে উল্টোদিকে, আমি অন্যদের প্রচুর সাহায্য করি। যাকে যেভাবে পারি আমি সাহায্য করেছি। কেউকে তথ্য দিয়ে, কেউকে অর্থ দিয়ে, কেউকে কাজ করে দিয়ে, কেউকে গতরে খেটে - নানাভাবে আমি মানুষকে সাহায্য করেছি। মানুষের স্বভাব হচ্ছে উপকারীর কথা দ্রুত ভুলে যাওয়া এবং সম্ভব হলে উপকারীর সঙ্গে সম্পর্ক নষ্ট করা, সেটা আমার ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। আমার এরকম শত্রুর সংখ্যা প্রচুর এবং তাঁরাও অস্বীকার করতে পারেন না যে, আমি সাহায্য করি অন্যদের নানাভাবে।


কানাডায় উচ্চ শিক্ষার্থে ভর্তি হওয়ার যেই লম্বা প্রসেসটা পার করেছি, সেটাও কম বেশি নিজের উপর দিয়েই পার করছিলাম। ইন্টারনেটে খোঁজ খবর করা ছাড়া ব্যক্তিগতভাবে কারও কাছে সাহায্য চাইতে যাইনি। তবে অনেকটা দৈবভাবেই আমি সেই সময়ে একদিন এই গ্রুপটার খোঁজ পাই এবং এই গ্রুপের বিভিন্ন ফাইল ও আলোচনা আমার কাছে অনেকটা কুকিং রেসিপির মতো ছিল - একের পর এক শুধু করে গিয়েছি এবং সেটার ফলাফল উপভোগ করেছি। এবং এটা বললে অত্যুক্তি হবে না যে, এই গ্রুপটা না থাকলে আমি পুরোপুরি নিজের চেষ্টায় কানাডায় আসতে হয়তো পারতাম, তবে কানাডায় উচ্চশিক্ষা গ্রহণ, ভিসা প্রসেসিং, কানাডায় পাকাপাকিভাবে থাকার নিয়ম-কানুন, এইসব নানাবিধ বিষয়ে আমি এত দ্রুত এত দক্ষতা অর্জন করতে পারতাম না। আমি নিজে সহ অন্য অনেকের উচ্চশিক্ষার্থে কানাডায় আসা, ইন্টারন্যাশনাল ছাত্রদের স্পাউস ভিসা প্রসেসিং সহ নানা বিষয়ে যতটা সাহায্য করেছি সেগুলো এই গ্রুপের সঙ্গে যুক্ত থাকার কারণেই করতে পেরেছি। আমার মতো আরও অনেকে এসেছে, অনেকে এই গ্রুপের কথা ভুলে গিয়ে এখন তালেবর হয়েছে, তবে অনেকেই আমার মতো ভুলে যাননি। অনেকেই নানাভাবে এই গ্রুপটাকে ঋদ্ধ করেছেন/করছেন তথ্য/উপদেশ দিয়ে। দিন দিন এই গ্রুপের সদস্য সংখ্যা তাই বাড়ছেই, প্রায় পঞ্চাশ হাজার সদস্য কম বড় সংখ্যা নয়।


এই গ্রুপের একজন নিষ্ক্রিয় সদস্য থেকে সক্রিয় এডমিন, অনেক কিছু দেখেছি এই দীর্ঘ সময়ে। অনেক মানুষের স্বপ্ন পূরণ হতে দেখেছি। কোন মানুষের স্বপ্ন পূরণ করতে পারার মতো ভাল কাজ আর হয় না। এই গ্রুপ যাঁরা তৈরী করেছিলেন এবং যাঁরা মানুষের স্বপ্ন পূরণে নিরন্তর সাহায্য করে যাচ্ছেন, তাঁদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।




যাঁরা এডমিশন, ফান্ডিং ও ভিসা পেয়েছেন তাঁদের সবাইকে অভিনন্দন।



মনে রাখতে হবে যে-



সবার জন্য শুভ কামনা। কানাডার বিভিন্ন ইউনিভার্সিটিতে সবার সাফল্যমন্ডিত একাডেমিক ক্যারিয়ার কামনা করছি আগামী দিনগুলোতে।