How to Apply for CAQ?
This document is originally written by Maria Akter (Concordia Univeristy).
Year of Publication: 2016
©PBSCU Any unauthorized use of this article, including copying or editing is prohibited. If you want to use the article, you need to take permission from us: pbscuadm@gmail.com or from the author and you must mention the author's name and the group's name in all cases.
Download from here: https://www.dropbox.com/s/mywesjzf2krarfs/Everything%20you%20need%20to%20know%20about%20CAQ.pdf?dl=0
How to crack the CAQ in 10 days:
This document is originally written by Ahmed Ferdous Bin Alam (Concordia University).
Update:
Certificate of Acceptance of Quebec (CAQ) Application Guide - https://www.mcgill.ca/internationalstudents/immigration-documents/documents/caq-application-guide
2. How to Submit CAQ Documents ONLINE?? - NO COURIER REQUIRED!! - by Destination Next
- https://youtu.be/s50kRWm8USc (arrima)
Quebec কে আমরা কুইবেক বললেও এর আসল উচ্চারণ নাকি কেবেক! কেবেকের কোন ইউনিভার্সিটিতে পড়তে হলে এডমিশন পাবার পর CAQ certificate নিতে হয়। এটা পেতে মাসখানেক লেগে যায়। তাই যত তাড়াতাড়ি সম্ভব, এটার জন্য এপ্লাই করে ফেলা উচিত। এর জন্য আবার অফার লেটারের হার্ড কপি লাগে। যাই হোক, আসেন আমরা এখন দেখি কিভাবে কেবেকের কেক ১০ দিনে পাইতে পারি।
#১ দিনঃ
ইউনিভার্সিটি অফার লেটারের হার্ড কপি বাই পোস্টে পাঠায়। তবে সেটা হাতে পেতে মাস পেরোয়। যদি তাড়াতাড়ি কেবেকের কেক খেতে চান, তাহলে কুরিয়ার সার্ভিসের আশ্রয় নিন।
ইমেইলঃ সকালে কফি/চা খেতে খেতে একটা ইমেইল লিখেন। অফার লেটারে বলা থাকে, কুরিয়ারের মাধ্যমে হার্ড কপি পেতে হলে কার সাথে ইমেইলে যোগাযোগ করতে হবে। তাকে ইমেইলে বলেন - আমি কুরিয়ারের মাধ্যমে অফার লেটারের হার্ড কপি পেতে চাই। কী কী করতে হবে আমাকে জানাও।
ফটোঃ দুপুরে ঘুম দেয়ার পর বিকালের দিকে ভাল একটা স্টুডিওতে যান। গিয়ে বলবেন - কানাডার ভিসার জন্য ছবি তুলব। ওরা কানাডার জন্য কোন সাইজের ছবি লাগবে জানে। ন্যূনতম ১০ কপি পাসপোর্ট, ৬ কপি স্ট্যাম্প সাইজ করাবেন। স্টাডি পারমিট এপ্লিকেশনের সময়ও কাজে লাগবে।
গুলশান-২ এর VIP Studio বেশ ভাল। গুলশান-২ মোড়ে গিয়ে জিজ্ঞেস করলেই লোকজন চিনিয়ে দিবে।
#২ দিনঃ
প্রথম দিনেই অনেক কাজ করতে হইছে। একটু রেস্ট নেয়া দরকার। কবি বলেছেন - বিশ্রাম কাজেরই অঙ্গ...
#৩ দিনঃ
ইমেইলঃ ২ দিনের মধ্যে রিপ্লাই চলে আসার কথা। রিপ্লাই মেইলের প্রিন্ট-আউট নেন। তারপর এমন একটা কুরিয়ার সার্ভিসের ব্রাঞ্চে যান যারা receiver end এ পেমেন্ট নেয়। (এ ব্যাপারটার একটা টার্ম আছে। ভুলে গেছি।) আমি TNT কুরিয়ার দিয়ে করিয়েছিলাম। TNT'র বনানী ১১ এর অফিসে যেতে পারেন। ওখানে গেলে কাছেই স্টার কাবাব আছে। দুপুরে গেলে কাচ্চি বিরিয়ানি, বিকেলে গেলে কাবাব খাবেন।
কুরিয়ার অফিসে গিয়ে বলবেন - আমি স্টুডেন্ট। কানাডার অমুক জায়গার তমুক ইউনিভার্সিটির অফার লেটার কুরিয়ার ডেলিভারি অর্ডার দিব। কুরিয়ারের লোক বুঝে নিবে - স্টুডেন্ট ডকুমেন্ট। রিপ্লাই ইমেইলের প্রিন্ট-আউটে কোন ঠিকানা থেকে অফার লেটারের প্যাকেজ পিক-আপ করতে হবে আর কখন পিক করতে হবে দেখিয়ে দিন। আপনার নাম-ধাম, ঠিকানা, মোবাইল, ইমেইল এড্রেস তো লাগবেই। কথা কম বলতে পছন্দ করলে এগুলোর প্রিন্ট-আউট ও নিয়ে যেতে পারেন। জিজ্ঞেস করলে ধরিয়ে দেবেন। কুরিয়ারের লোকও খুশি, আপনিও খুশি। পেমেন্ট ডকুমেন্টটা নিন, একটা ফোন-ফ্যাক্সের দোকানে গিয়ে স্ক্যান করিয়ে নেন।
ফটোঃ স্টুডিওতে গিয়ে পাসপোর্ট পিকচার নিয়ে আসেন।
বাসায় এসে ইমেইলে জানান - আমি কুরিয়ারের ব্যবস্থা করছি। এই হল আমার নাম, স্টুডেন্ট নাম্বার, কুরিয়ার সার্ভিসের নাম। এটাচমেন্টে পেমেন্ট ডকুমেন্ট আছে।
#৪ দিন
ট্র্যাকিং নাম্বারসহ কুরিয়ার সার্ভিস থেকে একটা ইমেইল ১ দিনের মধ্যে পেয়ে যাবেন। না পেলে কুরিয়ার অফিসে ফোন দিয়ে জিজ্ঞেস করেন কী সমস্যা। ট্র্যাকিং বেশ গুরুত্বপূর্ণ। নাহলে আপনি বুঝবেন না কখন আপনার প্যাকেজ পিক করা হল, কখন ঢাকায় এসে পৌঁছাল।
#৫ দিন
CAQ এর জন্য অনলাইনে এপ্লাই করেন। প্রশ্নগুলোর উত্তর বুঝে শুনে দিবেন।
#৬ - #৮ দিনঃ
অনলাইনে CAQ application fee দিয়ে ফেলেন। টাকা-পয়সা আটকাইয়া রাখা ভাল না।
অবসরে গ্রুপের ফাইল সেকশনের ডকুমেন্টগুলো পড়েন। পোস্টগুলো পড়েন। কাজে দিবে।
#৯ দিনঃ
৪ / ৫ দিনের মধ্যে প্যাকেজ ঢাকায় পৌঁছে যাবার কথা। ট্র্যাকার এ বুঝতে পারবেন। কুরিয়ার অফিসের হোম ডেলিভারির জন্য অপেক্ষা না করে নিজেই ফোন করে নিশ্চিত হয়ে চলে যান। বাসায় ফেরার পথে একটা A4 সাইজের খাম কিনে নেন ভাল দেখে।
CAQ application fee payment এর পর আপনাকে একটা personalized checklist of required documents দেয়া হইছে। যেসব ডকুমেন্টের কথা বলা হইছে, প্রিন্ট দেন আর সাইন করেন জায়গামত। ছবিতেও সাইন করতে হয় তারিখ সহ। সবকিছু হয়ে গেলে চেক-লিস্ট অনুসারে আবার চেক করে নেন। তারপর খামের উপর আপনার এপ্লিকেশন ফাইল নাম্বার লিখেন। খামের ভেতর সব ঢুকান। কিন্তু আঠা মারবেন না!
#১০ দিনঃ
আঠা আর খামসহ হেলতে দুলতে যান কুরিয়ার অফিসে। খামের মুখ হা করে দেখিয়ে দেন আপনি নিস্পাপ-নাদান বুড়ো স্টুডেন্ট। আপনি এপ্লিকেশন প্যাকেজ পাঠাতে চান। তারপর খামের মুখ আঠা দিয়ে লাগিয়ে দেন। বাকি কাজটাও সেরে ফেলেন।
কাজ শেষ! ৩ সপ্তাহ পর থেকে প্রতিদিন আপনার অনলাইন স্টুডেন্ট ফাইল চেক করবেন। সাধারণত ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যে CAQ এর সফট-কপি আপলোড করে দিবে আপনার একাউন্টে। এটার প্রিন্ট- আউট নিয়ে আপনি স্টাডি পার্মিটের জন্য এপ্লাই করতে পারবেন।
এলাকার পোস্ট-ম্যানের সাথে একটু দেখা করে আসতে পারেন। চা খাবার জন্য ১০০ টাকা দিয়ে তার ফোন নাম্বার নেন। আর বলে রাখেন - কানাডা থেকে চিঠি আসলেই যাতে সাথে সাথে আপনাকে জানায়।
১১তম দিন থেকে স্টাডি পারমিট এপ্লিকেশনের জন্য যা যা লাগে, সেগুলো যোগাড়-যন্ত্রের কাজে লেগে যান। সময় খুব কম থাকে। তাই নষ্ট করার কথা চিন্তাও করবেন না।
Now a days CAQ Application takes around 1 month. If your time is limited, you can also apply for study permit without a CAQ and add an Letter of Explanation with your Study Permit Application that you have applied for it and waiting for it.
Remember, without CAQ, you can not get into Quebec.
Official weblink:
https://www.immigration-quebec.gouv.qc.ca/en/electronic-services/caq-electronic/index.html
McGill University:
Read latest posts on CAQ: