How to Overcome Study Gap Issues
Year of Publication: 2017
©PBSCU Any unauthorized use of this article, including copying or editing is prohibited. If you want to use the article, you need to take permission from us: pbscuadm@gmail.com or from the author and you must mention the author's name and the group's name in all cases.
গ্রুপ এর অনেকেই এই ব্যাপারটা নিয়ে একটু চিন্তিত। এই পোস্ট এ এই ব্যাপারে একটু আলোচনা করবো। মতামত আমার ব্যাক্তিগত, ভালো না লাগলে, এরিয়ে যেতে পারেন।
স্টাডি গ্যাপ আসলে ৪ ধরনের ছাত্রদের ক্ষেত্রে দেখা যায়। আমি ক্যাটাগরিগুলি বলার সাথে সাথে গ্যাপ এর সমস্যাটা কিভাবে ওভারকাম করবেন তা নিয়ে একটু আলোচনা করবো। বাংলা বানান ভুল থাকতে পারে, আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।
১) Category 1:
আপনি মাত্র HSC or Equivalent পাশ করেছেন। দেশে নানা পাব্লিক বা প্রাইভেট এ ট্রাই করেছেন, কিন্তু ভর্তি হতে পারেননি। তারপর একবছর নানা জায়গায় ঘুরেছেন একটি অফার লেটার এর জন্য। অথবা আপনি সিক ছিলেন বা ব্যাক্তিগত ফ্যামিলি সমস্যা ছিল।
আপানার সমস্যা যাই থাকুক, আন্ডারগ্রাড লেভেল এ স্টাডি গ্যাপ কোন বড় বিষয় নয়। এর জন্য আপনাকে সরাসরি রিজেক্ট করে দেবে না।
এই বিষয়ে কিছু টিপস ফলো করতে পারেনঃ
ভিসা এপ্লিকেশন এর সময় আপনার স্টাডি প্ল্যান খুব ভালো করে লিখতে হবে, আপনি HSC পাশ করে কি করেছেন। সত্য কথা বলুন, তবে বেশি প্যাচাবেন না।
যদি আপনি জুলাই ২০১৫ তে HSC রেজাল্ট হাতে পান আর আপনি যদি ২০১৭ এর ফল এর এডমিশন পান, তাহলে আপনাকে আর CV অ্যাড করতে হবে না। স্টাডি প্ল্যান খুব ভালো করে লিখে দেবেন মাঝের এক বছর কি করেছেন। তবে ২ বছরের বেশী হলে, অবশ্যই CV তে অ্যাড করতে হবে। সেই ক্ষেত্রে CV তে আপনি কি কি করেছেন তা উল্লেখ করতে হবে।
স্টাডি গ্যাপ আপনি বিভিন্ন স্কিল বেইসড কোর্স করে থাকলে সেগুলি উল্লখ করুন যেমন আপনি C++ শিখেছেন। তবে এক বছর ধরে IELTS এর কোচিং করে ESL কোর্স এ এপ্লাই করেছেন, এটা দেখলে ভাববে আপনি ১ বছর ধরে IELTS কোর্স করেও ৬.৫ তুলতে পারলেন না, তাহলে কানাডা তে আপনি কি করবেন?
আপানার ভলেন্টিয়ার করার কোন অভিজ্ঞতা থাকলে তা উল্লেখ করতে পারেন। বলতে পারেন, বিশ্ববিদ্যালয় এ ঢুকার আগে আপনি real life experience নেবার জন্য কোথাও জব করেছেন। মনে রাখবেন, একদম মিথ্যা বলবেন না, ওরা ধরে ফেলবে।
কানাডার সব বিশ্ববিদ্যালয় কিন্তু High Quality এর না। বাংলাদেশ এ কিছু বিশ্ববিদ্যালয় এ আপনি অনেক ভালো শিক্ষা পেতে পারেন। তাই বিশ্ববিদ্যালয় এবং প্রোগ্রাম চয়েস করার সময় খেয়াল রাখবেন যেন আপনি ব্যাখ্যা করতে পারেন কানাডা এই বিশেষ বিশ্ববিদ্যালয় এবং প্রোগ্রাম এ পড়ে আপনার কি লাভ আছে।
২) Category 2:
আপনি বাংলাদেশ এর কোথাও কোন এক সাবজেক্ট নিয়ে পড়ছেন এবং আপনার মনে হচ্ছে এই দেশে পড়ে কোন লাভ নেই, দেশের বাইরে গিয়ে পড়াটা ভালো।
আপনাদের জন্য কিছু টিপসঃ
প্রথমেই বলে নেই, কেউ যদি বলে এখন যা পড়ছেন তা পুরা হাইড করে ফেলেন। এটা করা হবে জুয়া খেলা। যদি ধরা পরেন, তাহলে রিজেক্ট খাবেন অথবা ৫ বছরের এর জন্য ব্যান খাবেন। ধরা না পরেন তাহলে তা আপানার ভাগ্য। মনে রাখবেন, পরে আপনার কানাডা আসার ইচ্ছা হতে পারে, তার ভিসা অফিসার এর সাথে জুয়া খেলবেন না।
আপনি যদি কোথাও প্রায় ২ এর অধিক বছর পড়ে থাকেন, তাহলে ক্রেডিট ট্রান্সফার করার চেষ্টা করুন। আপনি একদম ফ্রেশ ট্রাই করলে ভিসা না দেবার সম্ভাবনা অনেক।
আপনি ১ বছর ধরে পড়ছেন এখন কানাডা পড়তে চাচ্ছেন। এক্ষেত্রে আপনি বলবেন কেন কানাডা এর ডিগ্রী আপনার দরকার। এই ডিগ্রী করে আপনার লাভ কি হবে। এইটা একই সাবজেক্ট এর জন্য। আপনি যেই বিশ্ববিদ্যালয় এ যাবেন তাদের সেই প্রোগ্রাম এর স্ট্রেংথ গুলি ব্যাখ্যা করুন। তবে আবারো বলি, আপনি দেশের ভালো একটা বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে কানাডা এর অপরিচিত কোন বিশ্ববিদ্যালয় বা কলেজ এ এপ্লাই করেন, আপনাকে ভিসা অফিসার বিশ্বাস করবে না।
যদি আপনি ভিন্ন একটা সাবজেক্ট এ যেতে চান, তাহলে আপনাকে ব্যাখ্যা করতে হবে কেনো নুতুন সাবজেক্টটা আপনাকে টানছে। সৎ ভাবে এবং ক্লিয়ার করে ব্যাখ্যা দিলে সেইম সাবজেক্ট থেকে নুতুন সাবজেক্ট এ ভিসা পাওয়াটা সহজ।
৩) Category 3:
এই ক্যাটাগরি পরবে যারা Honours/Masters পাস করে ১/২ বছর জব খুঁজার ট্রাই করেছেন অথবা কোন জব করছেন, এখন মনে হচ্ছে আপানার উচ্চ শিক্ষা দরকার। আপনাদের স্টাডি গ্যাপ নিয়ে চিন্তা করার কোন কারন নেই।
হনেস্টলি ভিসা অফিসারকে বলুন আপনি শেষ কয়েক বছর কি করেছেন। স্টাডি প্লান এ ছোট করে ব্যাখ্যা করুন।
আপনি দেখাতে পারেন, কানাডা থেকে একটি ডিগ্রী নিলে আপনার ক্যারিয়ারটা কিভাবে এগুবে এবং এই ডিগ্রী নিয়ে ফেরত আসলে আপনি বাংলাদেশ এ কি করবেন। মনে রাখবেন এমন কোথাও বা প্রোগ্রাম এ এপ্লাই করবেন না যেটার বাংলাদেশে ভালো ব্যাবস্থা আছে।
যদি যদি আপনার >2 বছরের অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে সিভি অ্যাড করতে হবে। সেখানে বিস্তারিত লিখুন আপনার কি কি যোগ্যতা আছে।
মনে রাখবেন আপনি যদি জব করে থাকেন, নিজের ট্যাক্স পেপারটা দিলে প্লাস পয়েন্ট। এতে তারা বুঝবে আপনি সৎ ভাবে টাকা রোজগার করেন এবং ভবিষ্যৎ এ আপনি নিজের খরচ চালাতে পারবেন।
কি প্রোগ্রাম এ অ্যাপ্লাই করছেন তা গুরুত্বপূর্ণ। আপনি মনে করেন এম বি এ করা আছে, আপনি আবার এম বি এ এপ্লাই করতে চাচ্ছেন। ভিসা পাওয়াটা দুষ্কর হবে। কারন তারা জিজ্ঞেশ করবে আপনার আর একটা একই ডিগ্রী কেনো প্রয়োজন? ভাববে আপনার মূল ধান্দা ইমিগ্রেশন এবং আপনার ভিসা পাওয়াটা পুরো ভাগ্যের ব্যাপার হয়ে যাবে।
আবার আপনি ধরেন ৫ বছরের অভিজ্ঞতা আছে বা এম বি এ আছে। নিজেই নিজের স্পন্সর। আপনি এপ্লাই করলেন ডিপ্লোমা প্রোগ্রাম এ, কোন কলেজ বা আনকোরা নুতুন কোন বিশ্ববিদ্যালয় এ। আপনি যদি সঠিক ভাবে প্রমান/রেফারেন্স সহ ব্যাখ্যা না করতে পারেন যে এই প্রোগ্রামটা আপনার বা আপানার দেশের কি কাজে লাগবে, তাহলে ভিসা পাওয়ার চান্স খুবই কম।
আপনি যদি ভাগ্য ট্রাই করতে ভিসা আপ্পলাই করেন, মনে রাখবেন "Legitimate and Tax Paid" টাকা দেখানোটা অতি জুরুরী। ভালো এমাউন্ট টাকা দেখাতে পারলে ভিসা পেতেও পারেন।
৪) Category 4:
এই ক্যাটাগরি তে পরবেন তারা যাঁদের 7+ বছরের অভিজ্ঞতা আছে, ২-৩ ছেলে মেয়ে আছে, পুরো ফ্যামিলি সহ কানাডা তে আসতে চাচ্ছেন পড়াশোনা করার জন্য। প্রথমেই বলে নেই, আপনার মূল উদ্দেশ্য ইমিগ্রেশন। আপনার স্কিল্ড মাইগ্রেশনে পয়েন্ট হচ্ছে না, তাই আপনি পড়তে চাচ্ছেন। এটা খারাপ কিছু না। সৎ থাকুন, ভিসা পাবেন। You can say otherwise but a visa officer will take you as an immigration-seeker. Now, you need to prove them that your primary aim is higher education and immigration is your secondary choice. If you can NOT do that, they will deem you as a "not a bona-fide" student.
আপানার ভিসা পাওয়া কিছু কারণে খুবই দুষ্কর। কারন আপনাকে বুঝাতে হবে ১০/১৫ বছর পরে হঠাৎ করে আবার আপনার পড়ার ইচ্ছে হলো কেন!
আপনাকে কিছু টিপস দেই। আপনি যদি ভিসা পেতে চান, তবে সেটা অবশ্যই আপনার ভাগ্যের উপর নির্ভরশীল।
যে সব অফার লেটার টাকা দিলে পাওয়া যায়, এগুলি এড়িয়ে চলুন। ভিসা অফিসাররা জানেন কোন কোন জায়গায় এপ্লাই করলেই অফার লেটার দেয়। নিজে কিছু জায়গা খুঁজুন। একটু নামকরা জায়গায় এপ্লাই করুন।
আপনি যদি প্রফেসর ও ফান্ডিং ম্যানেজ করতে পারেন, আপানার আর চিন্তা নেই। কারন একজন প্রফেসর আপানাকে নিচ্ছে মানে আপনার যোগ্যতাটা কানাডাতে প্রয়োজন। ভিসা অফিসারও জানেন আপনি আর দেশে ব্যাক করবেন না, তারা যোগ্যতা সম্পন্ন কেউ কানাডা ঢুকুক এতে তাদের সফট কর্ণার থাকবে ।
CGPA/IELTS/GMAT কিছুই লাগে না এমন জায়গা এড়িয়ে চলুন। আপনি যতো সিনিয়রই হোন না কেন, ভিসা অফিসার যখন দেখবে আপনি লাস্ট দুই বছরে GRE/IELTS দিয়েছেন এবং ভালো স্কোর করেছেন, আপনার প্রতি একটি পজিটিভ ধারণা আসবে।
লেজিটিমেট টাকা দেখানোটা খুব ই জরুরী। যতো দেখাবেন ততো ভালো। দালাল ধরে ধার করা টাকা দেখাবেন না। ১০ বছর জব করার পর যদি আপনার টাকা ধার নিতে হয়, সেটা নেগেটিভ পয়েন্ট। আপানার পুরো ফ্যামিলি নিয়ে এপ্লাই করলে আরো বেশী করে টাকা দেখান।
কি প্রোগ্রাম এ এপ্লাই করছেন তা গুরুত্বপূর্ণ। মনে করুন আপনার এম বি এ করা আছে, আপনি আবার এম বি এ-তে এপ্লাই করতে চাচ্ছেন। ভিসা পাওয়াটা দুষ্কর হবে। কারন তারা আস্ক করবে আপনার আরেকটা একই ডিগ্রী কেনো প্রয়োজন? ভাববে আপনার মূল ধান্দা ইমিগ্রেশন এবং আপনার ভিসা পাওয়াটা পুরো ভাগ্যের ব্যাপার হয়ে যাবে।
আবার মনে করুন আপনার ৫ বছরের অভিজ্ঞতা আছে বা এম বি এ আছে। নিজেই নিজের স্পন্সর। আপনি এপ্লাই করলেন ডিপ্লোমা প্রোগ্রাম এ, কোন কলেজ বা আনকোরা নতুন কোন বিশ্ববিদ্যালয়ে। আপনি যদি সঠিক ভাবে প্রমান/রেফারেন্স সহ ব্যাখ্যা না করতে পারেন যে এই প্রোগ্রামটা আপনার বা আপানার দেশের কি কাজে লাগবে, তাহলে ভিসা পাওয়ার চান্স খুবই কম।
If you applied for immigration, honestly explain in your cover letter that you do have dual intent, however, your main aim is to get an education in Canada so that you can enter the Canadian job market comfortably.
শুভ কামনা রইলো।